বিষাদের পঙক্তিমালা

এত গভীর বিষাদ
ছোঁয়নি আমাকে বহুদিন।
আলকাতরার মত ঘন জমাট আঁধারে
মৃদু বাতাসের মত
এত গভীর বেদনা,
বহুকাল তন্ত্রীতে সপ্তকের তোলেনি সুর।
আমার যা হারানোর
তাতো এই হাতের মুঠোয় ধরে আছি।
এখনো ভয়ের দিন
সমাগত হয়নি এখানে।
এখনো পায়ের পথে
ধুলোগুলো ভালোবাসা আঁকে।
তবুও বিষাদ এই, এই বেদনাটা
আমাকে বিদ্ধ করে।
বর্শার মত
ফুঁড়ে দেয় এফোঁড়-ওফোঁড়।

ল্যাম্পপোস্টের শরীরে নিবিড় কুয়াশা
শীতলতা রাখে।
আর কোনো তথাগত কাক
তার পরে ধ্যানী।
এত গভীর ধ্যানের ঘোর
আমাকে ছোঁয়নি বহুদিন।
পৃথিবীর অর্ধেক অন্ধকারের অধিকারে
তারপর কুয়াশায় বিভ্রান্তির শিকড়
গভীরে প্রোথিত।
এসবের থেকে দূরে
মানুষের রক্তাক্ত ইতিহাসে
যেসবের হয়না বয়ান,
সেখানেই
এত তুমুল রক্তক্ষরা
এ হৃদয়,
ছিল আমার অজানা।

নিজস্ব

আমার ঘর বলে কিছু নেই।
মাথার উপর এ আচ্ছাদন-
সময় ও অর্থের সাথে সাথে আরো ছোট হয়ে আসে।
আমি তাকে আশ্রয় বলি।
আমার শুধু তুমি আছো।
দীর্ঘশ্বাস ও পরিতৃপ্তির সহাবস্থান।

আমার জামাকাপড় সামান্যই।
লজ্জা খুব কষ্টে ঢাকি।
সেই সামান্যতেও ছিদ্র ও সেলাই বেড়ে চলে প্রতিনিয়ত।
আমি তাকে আচ্ছাদন বলি।
আমার শুধু তুমি আছো।
নির্লজ্জ ভালোবাসার শেষ সীমারেখা।

আমার কষ্ট কিছুই নেই।
কষ্ট নামের বিলাসিতা
মেধার অভাব ও ক্ষুধার প্রাচুর্যে বিদায় নিয়েছে।
আমি তাকে বাস্তবতা বলি।
আমার শুধু তুমি আছো।
দরিদ্রের একমাত্র বিলাসিতা।

আমার শ্রী বলে কিছু নেই।
একান্নবর্তনের আবর্তন ভেঙ্গে,
শহুরে কীট হয়ে
শরীরে ও মননের ধরিয়েছি ঘুণ।
আমি তাকে অবয়ব বলি
আমার শুধু তুমি আছো।
জান্তব অবয়বে সুপ্রথিত মানবীয় সুষমা

আমার শুধু তুমি আছো, তুমিই আছো।
তুমি আমার নিজস্ব।
একথা আমার চেয়ে দৃঢ়ভাবে আর কেউ বলে।
আমার নিজস্ব বলে কিছুই নেই।
তুমিও না।

চর্যাপদ (অনুবাদ: সুব্রত অগাস্টিন গোমেজ)

চর্যাপদ সবাই জানেন যে চর্যাপদ বাঙলা সাহিত্যের এখন পর্যন্ত পাওয়া প্রাচীনতম1 নিদর্শন। তবে, এই বাঙলা আমাদের প্রচলিত বাঙলার এত পুরাতন আত্মীয় যে বিশেষজ্ঞ না হলে পড়া কঠিন। সুব্রত অগাস্টিন গোমেজের চমৎকার অনুবাদে তাই চর্যাপদ হয়েছে সুখপাঠ্য এবং তার ব্যক্তিগত কবিত্বগুণে প্রাণবন্ত।

  1. রচনাকাল খৃষ্টীয় অষ্টম শতাব্দী (মতান্তরে দশম শতাব্দী) থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। 

আরো পড়ুন

সহজ মানুষের ছায়ায় - আহমেদ মুনির

সহজ মানুষের ছায়ায় বইটি ছোট, অল্পকিছু কবিতা আছে। বেঙ্গলের ই-বইতে পেলাম।

আমি ঢাকার ইনটেলেকচুয়াল সমাজের প্রতি খুব একটা উচ্চ ধারণা পোষণ করিনা। এখানে ইনডিভিজুয়ালি ভালো কিছু মানুষ আছেন, সংখ্যায় তারা নগণ্য। অধিকাংশই ফ্রড। আর কবি নামক ফ্রড সবচেয়ে বেশি। বোধহয় সহজ বলে। হয়ত মূর্খ এবং ভালো কবি এমন কম্বিনেশন বিরল নয় বলেই মূর্খরাও চেষ্টা করে। …

আরো পড়ুন

শহর, ঘুমাও

ফ্লোরোসেন্ট অন্ধকারে
কোন ভুত সামনে দাঁড়ালো এই আয়না-প্রাসাদে?
শহর, তোমার বুকে অপমৃত্যুর খতিয়ান।
শহর, এমন লাল চোখে জেগে আছো কেন?
শহর, ঘুমাও।

শহর ঘুমালো আর জুড়িয়েছে পাড়া
বর্গীর দল আসে বর্গীর পর
আমাদের আশার ফসল
কার ডিনারের আজ পানীয় হয়েছে?
শহর, তোমার মাতাল হতে নেই
পায়ে পায়ে টলমল-
জীবনের ভার নিয়ে ভেঙে পড়ো যদি?
শহর, কেঁদোনা আর
লজ্জায়, অভিমানে।
শহর, ঘুমাও।
শহর ঘুমালো আর জুড়িয়েছে পাড়া
বর্গীর দল আসে বর্গীর পর
খাজনা কিছুই নেই।
শহর, জেগেছ? চোখ মোছো।
শহর, নগ্ন হও
শহর, খোঁপায় পরো আলোর ঝালর।
বুলেভার্ড যোনীর দামে
বর্গীকে খুশি করো।
তারপর ছুঁড়ে ফেলে দিলে
ডাস্টবিনে এলিয়ে শরীর-
শহর, ঘুমাও।

Feb 14, 2016, 2:02 AM
ঢাকা