ক্লান্তি

ঝরে পড়।
মুঠো মুঠো বালি যেন
ক্লান্তিতে ভেঙে ভাঁজ,
খুলে নিয়ে খাম দেহটির ঝরে পড়।
মাটি আছে এখানেই
জল আছে, নদী এই
যদি বয়ে যেতে চাস স্রোতে,
যদি থেকে যেতে চাস
মিশে ভিজে স্বেদে তার
পলি হয়ে নিবিড় বুনটে,
তবে তুই ঝরে পড় এখনি সময়।
ঝরে থাক, পড়ে থাক ক্ষতি নেই।
দিগ্বিজয়ীয় দেহ-
তাও ঝরে যায় শেষমেশ।
মহেনজোদারো ঠিক ঝরে গেছে।
খেয়ালি সময়,
ঝরিয়ে দিয়েছে তার সব জৌলুস।
তুই তবু পাবি কিছু।
ঝরে পড়,
সেও জানে এ্যাবাকাসে
গুনে গুনে ক্লান্তির আঁক।
তোর বুকে ভালোবাসা
বুনে দিতে সমান সমান।

২০১৫-০২-২৩ ২৩:২৯
খুলনা

শহরকবি

জানলা দিয়ে আধখানা চাঁদ
পথের বাঁকে মেঘ কুড়োনোর বায়না দিল
দুহাতভরা জ্যোৎস্নারাশি।
পায়ের তলে শর্ষেদানা স্বপ্নগুলো
কার দুয়ারে আপনি টেনে যাচ্ছে নিয়ে?
কার পাঁজরের এ্যাবাকাসে
গেঁথে-গুনে কষ্ট আমার
পায়ের নীচে সঁপে দেব
অনাঘ্রাত দুঃখরাশি
হিজলফুলের ক্ষুদ্রদেহের দরিদ্রতায়?

আমার এখন ঘুম আসেনা।
লিখতে হবে,
এখানে এই মাটির থেকে খুব উঁচুতে
ঘুম আসেনা, কপালজুড়ে চুম আসেনা
বকুলফুলের ঘ্রাণ আসেনা।
বরং দেখি ক্লকওয়াইজে ছুটতে থাকা।
বরং দেখি এলার্মঘড়ি বলছে রোজই
আমার ক্লান্ত হতেও মানা।
এই শহরও আমার মত রাত চেনে না।
ঘুম জানেনা, সারাটাদিন স্ট্রিট-এভিনিউ
শব্দ ছোঁড়ে শব্দ বাঁধে ছন্দে কোনো।
সারাটা পথ ভীষণ দ্রোহে
ফুঁসছে যেন অযান্ত্রিক এক
জীবন পাওয়ার স্বচ্ছলতার আকুতি তার।
সারাটা পথ, সারা শহর
আমার মত বুকভরা তার ধোঁয়ায় ধোঁয়ায়
অন্ধজীবন কুড়িয়ে ফেরা
ব্যর্থ নীলাভ দুঃখরাশি।
আমার মত তারও একটা জীবন গেলো
বেনোজলে
আর্তনাদ আর
হতাশ্বাসে।

জুলাই ০৫, ২০১৫, ১:১১ এএম
ঢাকা

আছি

আমি আছি,
জলধির বুকে রোদ ক্রমশ ঘনিয়ে তোলে মেঘের ফসল
তারমাঝে আছি।
আর আছি পাতাগুলো
কেঁপে কেঁপে ওঠে যেই বাতাসে পেলব
আর আছি আর আসি
কাল হয়ে বৈশাখ মাসে।
আমি আরো পাহাড়ের বুক চিরে ঝিরঝির
তারপর তারপর আরো পরে আরো আরো পরে
খরস্রোত নদের পেশীতে আছি জল।
আমি থাকি পলি হয়ে ধান হয়ে
খিদের খাবার আর
শৃঙ্গারে মধুর দয়িতা-
তার স্বেদে তৃপ্তিতে আছি।
আমি আছি, আমি আসি আর থাকি তাই
সব আছে, সবকিছু আছে, আসে, থাকে।

২০১৪-০৭-২৯ ১৭:৩১
খুলনা

সমস্তটা

মাথার ভেতর
অন্ধ একটা প্রজাপতি
নিজের ডানার রঙ জানেনা।
মাথার ভেতর
একটা বধির ঝিঁঝিঁপোকা।
মাথার ভেতর
নিখাদ প্রেমের কথকতায়
সুর মেলেনা
সুর কেটে যায়,
রঙ মেলে না
ক্যানভাসেতে ছটফটে রঙ।
ঘুম মেলে না
ঘুম যে ভীষণ পাগলি আমার।
ঠোঁট যে ভীষণ সর্বনাশা
ঠোঁট ছুঁতে চায়,
বিষ নিতে চায় বাঁচার ছলে।
মাথার ভিতর
ভীষণ গাঢ় মরমিয়া
সুর শুনি আর
মৃত্যু দোলে,
দুলিয়ে তোলে
সমস্তটাই।
সমস্তটাই কতখানি?
অনেকখানি।
তল জানিনা,
সাঁতরে যে তার
কূলের নিশান দেখতে গিয়ে
ক্লান্ত হলেম।
হয়ত তবু
সমস্তটাই সমস্ত না।

Aug 15, 2015, 10:02 PM
Dhaka