আছি

আমি আছি,
জলধির বুকে রোদ ক্রমশ ঘনিয়ে তোলে মেঘের ফসল
তারমাঝে আছি।
আর আছি পাতাগুলো
কেঁপে কেঁপে ওঠে যেই বাতাসে পেলব
আর আছি আর আসি
কাল হয়ে বৈশাখ মাসে।
আমি আরো পাহাড়ের বুক চিরে ঝিরঝির
তারপর তারপর আরো পরে আরো আরো পরে
খরস্রোত নদের পেশীতে আছি জল।
আমি থাকি পলি হয়ে ধান হয়ে
খিদের খাবার আর
শৃঙ্গারে মধুর দয়িতা-
তার স্বেদে তৃপ্তিতে আছি।
আমি আছি, আমি আসি আর থাকি তাই
সব আছে, সবকিছু আছে, আসে, থাকে।

২০১৪-০৭-২৯ ১৭:৩১
খুলনা