সরল দোলক
সরল দোলকটিকে অবাধে দুলতে দেওয়া প্রয়োজন।
ডান, বাম, ডান, বাম, ডান…
ভারি ববটিকে একটি সুতোয় ঝুলিয়ে দিতে হয়।
সুতোটি অপ্রসারণশীল,
নমনীয়,
নির্ভার।
বিশ্বব্রহ্মাণ্ডের কোনো চরকায়
তেমন সুতো কেউ কখনো কাটেনি!
আমায় রেখেছ যেমন দূরত্বে, দূরে—
কেমন অপ্রসারণশীল যেন, নমনীয়, নির্ভার।
দূরত্বের এক প্রান্ত ধরে
আমার ভারাক্রান্ত দেহ— বেদনায়, শোকে,
কেবল দুলতে থাকে।
ডান, বাম, ডান, বাম, ডান…