আশ্বিনের রাত
Be clearly aware of the stars and infinity on high. Then life seems almost enchanted after all. — Vincent Van Gogh
আশ্বিনের রাতের আকাশ নীল—
সেখানে তারারা
আরো কাছে ভেসে আসে।
আশ্বিনের রাতের আকাশ ঠিক কালো নয়— নীল।
বাতাস শান্ত নদ,
তারারা সারাটা রাত ভেসে থাকে বাতাসে বাতাসে,
আকাশের নীলে? আমাদের নীলে?
আশ্বিনের রাত দূরত্ব কমিয়ে আনে মানুষ ও আকাশে।
মানুষের থেকে দূরে থাকা মানুষেরা
আশ্বিনের রাতে—
আকাশের কাছাকাছি হয়,
নীল হয়,
ক্রমশ আকাশ হয়ে যায়।