জ্যোৎস্নায়

জ্যোৎস্নায়-
একটি নিরাকার হরিণ
নির্দেহ, নির্ভার, কস্তুরির ঘ্রাণহীন
ছুটে গেলো নৈঋত আকাশে।

জ্যোৎস্নায়-
আমাদের ছোট নদী পারে
সংশয়েরা ক্যাম্পিং করে।
আমরা রূপোলি হলে
পরীক্ষার মার্কস্ সব ব্লার হয়ে যায়।

জ্যোৎস্নায়-
আমার বয়স বেড়ে পৃথিবী সমান হয়ে যায়।
তোমার শরীর চেনে সকালের কুসুমের দ্যুতি।
মার্কশীট ভেসে যায় কাগজের নৌকোর মত।
নিরাকার হরিণেরা বসে থাকে
তোমার পায়ের কাছে এসে।
ভয়াবহ স্বাধীনতা মিলে যায় একদম অবহেলে- জ্যোৎস্নায়।
জ্যোৎস্নায়।