বিরাগ

এই চাঁদ-
আধখানা আকাশের গায়ে
সে প্রবল বৈরাগ্য জানে।

পৌষের শহরে কুয়াশা, হিম
নক্ষত্রের থেকে ঝরে ঝরে পড়ে।
এই চাঁদ- সেসব মাখেনা গায়ে।
সে প্রবল বৈরাগ্য জানে।

তক্ষকের সাত-সাতটা ডাক
গুটিকয় কাক
পৃথিবীর অন্ধকার চোখে-মুখে মেখে
ডানা ঝাপটায়।
সেসব জানেনা কিছু চাঁদ।
এই চাঁদ-
সে প্রবল বৈরাগ্য জেনেছে।