দূরত্বের কবিতা

যদি তুমি সেইখানে যাও
তোমার-আমার এ আকাশ থেকে গাঢ়তর নীল-
যেখানে আকাশে ভাসে-
যদি তুমি সেইখানে যাও,
মনে রেখো আমাদের ধোঁয়াটে ধূসর
মনে রেখো আমাদের শ্বাসের গভীরে থাকা ঘোর।

আমাদের কবন্ধ বোধ,
আমাদের বিষাদের কাটাকুটি খেলা।
যদি তুমি সেইখানে যাও
যেখানে কেবল হাসি-গান
মনে রেখো মর্মর ধ্বনি- হৃদয়ের, বনপথে শুকনো পাতার।
মনে রেখো বৃষ্টি ও জ্বর।

যদি তুমি সেইখানে যাও
মনে করে কাগজের নৌকো ভাসিয়ো,
চিঠি লিখো, পাঠিও কোথাও।
না পাঠালে রাখলে জমিয়ে,
আমাদের বিরহের দেশ-কাল নেই।