কার্নাল অ্যাপল্

মূল: পাবলো নেরুদার ‘Carnal apple, Woman filled, burning moon’

নিষিদ্ধ গন্দম, সুডৌল নারীর দেহ, প্রজ্জলিত চাঁদ,
শৈবালের গাঢ় ঘ্রাণ, মাটি আর বজ্রের প্রবল দ্বৈরথ,
সে কোন গভীর বোধি তোমার সুরম্যে লুকায়িত?
কোন সে আদিম রাত মানুষ মেখেছে তার সমস্ত ইন্দ্রিয়ে?
ভালোবাসা, জল আর নক্ষত্রের পথে অভিযান কোনো।
শ্বাসরোধী বাতাসের, ধুলো ঝড়ের ভেতরে
ভালোবাসা অশনি-যুদ্ধ এক।
আর দুই দেহ ক্রমশই ক্ষয়ে যাবে মধুর জহরে।
অজস্র চুম্বনে, তোমার সমস্ত ক্ষুদ্র অসীমতা আমি ঢেকে দেবো।
তোমার কূল ও গাঙ, ছোট ছোট গ্রাম,
আর কামনা-অগ্নি, আনন্দ থেকে উৎসারিত,
শিরা-উপশিরা বেয়ে চলে নিশি-অভিসারে
শুধু, আর কিছুমাত্র নয় এবং শুধুই, অন্ধকারের আলো হবে তাই।