দ্বৈরথ

ময়লা মেঘের ভাঁজে চাঁদ ডুবে যায়
বিশুদ্ধ জ্যোৎস্না ছড়িয়ে অবিরাম-
আমি জানলায় দেখি।
তুমি ডোবো কার ঘোলাজলে?
কার কাদা তোমার শরীরে বোনে প্রেম?
সেসব খবরে কাজ নেই।
আমি যত পুড়ি, তুমিও পুড়বে ততটাই, জেনো,
আমাদের দ্বৈরথ রাষ্ট্র হবে অনন্ত ত্রিকালের সব খবরের ভীড়ে।

আমাদের চেনাশোনা সবকিছু ভেঙেচুরে যাবে।
সব গলিঘুঁজি আর শরীরের অন্ধি-সন্ধি ব্যেপে
আমাকেই পাবে দেখো- অতীতের ভুত।
তোমার স্নেহার্দ্র রোষে,
জন্মান্তরে একমাত্র আমারই অধিকার!