রাগ

আজকাল আমার ভীষণ রাগ হয়।
বস্তুতঃ রাগ ছাড়া আর
কিছুই এখন আমার হয় না।
মনে করো ছুঁলে,
আমার তো গলে যাওয়ার কথা স্পর্শ পেলেই!
চুমুর ধারাপাতের ভুল উত্তর হবে শুধু।
কন্ঠে জড়িয়ে থেকে বোষ্টুমির কন্ঠী যেমন
গিরিখাদ বেয়ে ক্রমশ ভাটির দেশে আসা-
তেমনই কথা ছিল।
অথচ, আমার শুধু রাগ হয়।
আমি কেবলই জ্বলে উঠি,
কেবলই উথাল-পাথাল,
কেবলই ঝড়ের তানে বেদনার সঙ্গত শুনি।
আমার ভীষণ রাগ হয়।
যারা আসে চলে গিয়ে আরো বেশি করে থেকে যেতে,
তাদের ওপর,
আমার ভীষণ রাগ হয়।