বেদনা
বরাবরই, বেদনা প্রগলভ নয়, সে বরং মূক।
আপন সঙ্ঘারামে সে ভীষণ ধ্যানী।
তোমার দুয়ারে তার মাধুকরি রোজ
তবু ভিক্ষাপাত্র অকিঞ্চিত ফাঁকা থেকে যায়-
সেটুকু বেদনা।
বরাবরই, বেদনা ভীষণ অভিমানি।
আমাদের জীবনের ক্যাকাফনি-ভীড়ে
তার দেখা সহসা মেলে না।
বরাবরই, বেদনা প্রগলভ নয়, সে বরং মূক।
আপন সঙ্ঘারামে সে ভীষণ ধ্যানী।
তোমার দুয়ারে তার মাধুকরি রোজ
তবু ভিক্ষাপাত্র অকিঞ্চিত ফাঁকা থেকে যায়-
সেটুকু বেদনা।
বরাবরই, বেদনা ভীষণ অভিমানি।
আমাদের জীবনের ক্যাকাফনি-ভীড়ে
তার দেখা সহসা মেলে না।