শব্দ

শব্দটা নার্সিসাস। আত্মমগ্নতায় ক্রমাগত হীন হয়ে বারবার নিজেরই প্রতিকৃতি দেখে। কোথায় শ্বেতচর্ম? কোথায় সে একমাথা কোঁকড়ানো চুল? এমনকি, কোথায় কবর তার?

শব্দটা ইকারাস। আমাদের থেকে আরো বেশি উড়ে পুড়িয়েছে পাখা। এবং, পতন।

নাকি আমি অর্ফিয়ুস? শব্দ-পাতাল থেকে কবিতাকে তুলে এনে শব্দের মোহে ফিরে চেয়ে, হারিয়ে ফেলেছি। প্রিয়তমা কবিতা আমার!