ডেথনোট
One of the first signs of the beginning of understanding is the wish to die. — Franz Kafka
আমি খুব একা একা মরতে চেয়েছি।
আকাশ নক্ষত্রভারে অবনত না হোক সেখানে,
ঘরের অন্ধকার নোংরা ঘোলাটে হোক
বাইরের আলো ভালোবেসে-
আমার আপত্তি নেই।
আমি খুব সাধারণ মরতে চেয়েছি।
তোমাদের চর্চিত জীবনের মানে ও প্রেরণা-
প্রবল অর্থহীন,
আপ্লুত করেনা আমায়।
আমি খুব হো হো হেসে
সঙ্গোপনে মৃত্যু ভালোবাসি।
কামনায়, প্রেমে ও রতিতে
সুগভীর মানবিক যাতনায়,
কবিতায়-
আমি শুধু অকপটে মরতে চেয়েছি।