ছুটি
উপকূলের গেওয়া গাছ শীতের ছুটিতে সটান দাঁড়িয়ে।
 মনসা-বটের গৃহী সাপটাও
 কোটরে কোথায় ছুটিতে লুকোলো।
 পরিযায়ী পাখিদের ঝাঁক
 আরেক গোলার্ধ থেকে এলো ভ্যাকেশনে।
 কখন তোমার ছুটি?
জোনাকির ছুটি হয় সারারাত নক্ষত্র জ্বেলে।
 টুনাটুনি পিঠে করে-
 বাঘমামা নিমন্ত্রণে যায়।
 চাতক-যাচিত ছুটি মিলে যায় আষাঢ়ের দিনে।
 মেঘেরা ছুটিতে যায়,
 জুবুথুবু সূর্য শীতের-
 আকাশে ছড়াতে থাকে নির্মোহ রোদ।
 কখন তোমার ছুটি?
বছরগুলোর ছুটি মেলে।
 বয়সের খাতা ভারি হয়-
 আমার দেউলেপনা ক্রমে বাড়ে বয়সের সাথে।
 বৈরাগ্য-মেদুর দিনে
 জ্বেলে বসি কামনার হোম-
 ভালোবেসে।
 তোমার কখন ছুটি? কখন সময় হবে?
বালিকা জানো কি?
 খুব গাঢ় ছুঁয়ে দিলে বুকের শিশির
 আমাদের মিলে যাবে কামনার বোধি।