নাক্ষত্রিক
আমরা নক্ষত্রজাত – কার্ল সেগান1
সে এক নক্ষত্র ছিল।
কবে কোন ছায়াপথ থেকে চুপে চুপে পালিয়ে এসেছে।
শ্রমণবৃত্তি তার, আলোকবর্ষব্যাপী কত হেঁটে চলা।
কত তারা হারিয়ে গিয়েছে
আত্মমগ্নতায় নিজের ভিতরে
ক্রমাগত লীন হয়ে, ফাঁপা হয়ে।
কত কৃষ্ণগহ্বর হিলিয়াম মেঘ ভালোবেসে
কোয়েজার2 হয়ে গেলো জ্বলে।
তবু তার ছুটে চলা, স্তিমিত, ধীর।
আমাদের সাথে তার হয়েছিল দেখা?
আমাদের ব্যথা, সুখ, সংঘাত আর ভালোবাসা-
আমাদের গভীর বিষাদ-
সেও কি নক্ষত্রজাত? আমাদেরই মত?
আমাদের প্রেম ও পিপাসা,
মজ্জার গভীরে শুধু ছুটে চলা, পালিয়ে বেড়ানো?
একপ্রস্থ অন্ধকার শরীরে জড়িয়ে
তোমার দুয়ারে আমি।
সহস্র আলোকবর্ষ
আর এক মহাকাল যাত্রার ক্লান্তি আমার।
আমায় স্পর্শ করো
পেঁজা পেঁজা মেঘের মতন।
আমাকে জ্বালিয়ে দাও, জ্বলে যাও
নাক্ষত্রিক প্রেমে।