পাতা
পাতায় পাতায়
অন্ধকারের
দেয়াল তোলা
মৃত্যুকূপ।
পাতায় পাতায়
ভবঘুরের
পায়ের তলায়
সর্ষে-ভুত।
পাতায় পাতায়
সবুজ পাতায়
কার ভরেছে
ব্যলকনি?
পাতায় পাতায়
গাঢ় ব্যাথায়
নিমগ্ন কার
প্রাণখানি?
পাতায় পাতায়
অন্ধকারের
দেয়াল তোলা
মৃত্যুকূপ।
পাতায় পাতায়
ভবঘুরের
পায়ের তলায়
সর্ষে-ভুত।
পাতায় পাতায়
সবুজ পাতায়
কার ভরেছে
ব্যলকনি?
পাতায় পাতায়
গাঢ় ব্যাথায়
নিমগ্ন কার
প্রাণখানি?