অলওয়েজ
মূল: পাবলো নেরুদা
আমি হিংসা করিনা তাদের
যারা এসেছিল আমারও আগে।
একজন মানুষ
ছুঁয়েছে তোমার কাঁধ, বয়ে আনো,
আর চুলে একশো মানুষ আরো,
তোমার স্তনে ও যোনীতে আরো হাজার মানুষ,
এসো নদীর মতই
ডুবে মরা মানুষের স্রোত
উত্তাল সমুদ্রপথে
ঢেউ ভাঙে মহাকাল, সময়-সলিলে।
সব নিয়ে এসো
আমি অপেক্ষারত
শেষমেশ আমরা একাকী
শেষমেশ তুমি আর আমি
একা এই পৃথিবীতে
বেঁচে থেকে খুঁজে নিতে পথ।