ভিখারি

আমি কেন হাঁটতেই থাকি?
পীচগলা মোহ মেখে পায়ের তলায়,
চাতকের তৃষ্ণায় ঘামে ভেজে শরীরে ভাঁজ।
আমি কেন বারবার
হেঁটে হেঁটে তোমার উঠোনে হাত পাতি?
তীরে আঁকা গণ্ডি ভীষণ।
আমাদের অতীতের মুখ দেখা মানা ছিল।
তার ইতিহাস, তীরে আঁকা গণ্ডি ভীষণ।
এপাশে রাবণ আমি, ওপাশে তোমার বনবাস
তুমি কি যোগিনী বেশে
আমারই ধ্যানমগ্নতায়
বারবার চেয়েছিলে, তাকে যার
শরীরে পড়েনি ঢাকা
হৃদয়ের নিবিড় মমতা?

মার্চ ২৬, ২০১৫
খুলনা